বাসু দেব নাথ
ধুঁকছে কুকুর রুক্ষ্ম বেশে
প্রখর গরম খেয়ে,
ক্লান্ত পথিক হাঁটছে খুঁজে
বৃক্ষ ছায়া চেয়ে।
এই গরমে ভরদুপুরে
ঘুম করেছে হারাম,
বিদ্যুৎ আর হাত পাখাতে
বাতাস বড়ই আরাম।
এই গরমে ফাটে মাটি
শুকায় গুল্ম-লতা,
হচ্ছে পীড়া ভিন্ন রকম
ফাটছে সবার মাথা।
শুকায় পুকুর ডোবা চারিকূল
গোসল বড়ই মুসকিল,
পানি খুঁজছে প্রাণী-পক্ষীকূল
সহজে পায়না মিল।
বিদ্যালয়ের ছাত্রছাত্রী
যাচ্ছে হেঁটে ছাতায়,
থলের মধ্যে রেখে,ঠান্ডা
লেবু শরবত, দধি, মালাই।