জগন্নাথপুরে ৫ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

34
জগন্নাথপুরে পুলিশের হাতে গ্রেফতার হওয়া ডাকাতরা।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ডাকাতি মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল। গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের রুকুম উল্লার ছেলে লায়েক মিয়া, ইয়াবর আলীর ছেলে আক্তার হোসেন, ওয়াহিদ মিয়ার ছেলে বাচ্চু মিয়া, গন্ধর্বপুর (অপাসাধু) গ্রামের আলা উদ্দিনের ছেলে নুর উদ্দিন ও উপজেলার শ্যামারগাঁও গ্রামের আফিক উল্লার ছেলে সুমন মিয়া।
জানা গেছে, ৪ মে শনিবার রাতে জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) নব গোপাল দাশ, এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম, এসআই অনুজ কুমার দাস, এসআই লুৎফর রহমান, এসআই কবির উদ্দিন, এসআই আতিকুল আলম, এসআই রাজিব রহমান, এসআই অনিক দেব, এএসআই মোশাহিদ মিয়া, এএসআই শাহীন চৌধুরী, এএসআই শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত ১০০ পাউন্ড, নগদ ২০ হাজার টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত একটি রামদা, দরজা ও তালা ভাঙ্গার বিশেষ ভাবে তৈরী লোহার শাবল উদ্ধার করা হয়। ৫ মে রবিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর মধ্যে গ্রেফতারকৃত আসামী নুর উদ্দিন ও লায়েক মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। উল্লেখ্য-২৮ এপ্রিল রাতে গন্ধর্বপুর গ্রামের ব্যবসায়ী হাজী ইন্তাজ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্তা হাজী ইন্তাজ আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/১৬ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।