কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট দীঘিরপার ইউপির লন্তিরমাটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী শামছ উদ্দিন কে ক্লিনিকে ঢুকে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য সহকারী মাঠকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য সহকারী শামছ উদ্দিনকে লাঞ্ছিতকারী লন্তিরমাটি গ্রামের মৃত নুরুল হাসানের পুত্র জহির উদ্দিন (৪৫) কে আসামী করে কানাইঘাট থানায় গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে গত সোমবার লন্তিরমাটি কমিউনিটি ক্লিনিকে সরকারী দায়িত্ব পালনরত অবস্থায় বেলা ১টার দিকে লন্তির মাটি গ্রামের জহির উদ্দিন ক্লিনিকে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে কোন কারন ছাড়াই স্বাস্থ্য সহকারী শামছ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে নির্যাতন করে ক্লিনিক থেকে বের করে দেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে জহির উদ্দিনের কবল থেকে শামছ উদ্দিনকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদিকে স্বাস্থ্য সহকারী শামস উদ্দিনের উপর হামলাকারী সড়কের বাজার এলাকার চিহ্নিত অপরাধী জহির উদ্দিনকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য সহকারী মাঠকর্মী এসোসিয়েশনের নেতৃবৃন্দ। নতুবা স্বাস্থ্য সহকারীরা মানব বন্ধন সহ যে কোন ধরনের কর্মসূচী গ্রহণের হুঁশিয়ার উচ্চারণ করেছেন।