রুহুল আমিন রাকিব
কোন সে গানের সুরে সুরে
সূর্য উঠে ডুবে
ঘুরে ঘুরে পশ্চিম হতে
আবার চলে পুবে।
কোন সে গানের সুরের টানে
পাখি উড়ে নীড়ে
খুব সকালে আহার খোঁজে
নদী নালার তীরে।
কোন সে গানের সুরে সুরে
খোদার পানে ছুটি
নামায পড়তে ঘুম হতে ভাই
বিছনা ছেড়ে উঠি।
কোন সে গানে পরশ বিলায়
মধুর সুরে সুরে
সে যে হলো আযান রে ভাই
মন থাকে না দূরে।