মামার বাড়ি

30

শাফায়েত হোসেন

মামার বাড়ি তালগাছেতে
ধরছে কত তাল,
পুকুর ঘাটে ঠোঁট ভেজিয়ে
উড়ছে পাখির পাল।

সারি -সারি ফলের বাগান
ফল ধরেছে গাছে,
লেবই গাছে চুড়ূই পাখি
হেলেদুলে নাচে।

মামার বাড়ি পুকুর জলে
পানকৌড়িরা খেলে,
রোদ বৃষ্টির ছোঁয়া পেয়ে
শালুক পাখনা মেলে।

মামা বাড়ির উঠোন জুড়ে
ফুলের সারি- সারি,
ফলের গাছে ঘেরা আছে
মামার পুরো বাড়ি।

ফুল ফসলে ঘেরা হলো
মামার বাড়ি দেশ,
ছোসনা ঝরে মামার বাড়ি
রঙিন পাতায় বেশ।