ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক রাজিবুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ছাত্রীর দায়ের করা মামলায় থানা পুলিশ রাজিবুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়। জানা যায়, মাদ্রাসার শিক্ষক রাজিবুর রহমানের কাছে বার-বার যৌন হয়রানির স্বীকার হয়ে ওই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী এক শিক্ষার্থী অধ্যক্ষ বরাবরে দু’দুবার বিচার প্রার্থী হয়। এতে কোন বিচার না পেয়ে সে লেখা-পড়া বন্ধ করে দিয়ে চলমান আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেনি। গত শনিবার ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী মাদরাসার ক্লাস রুমে গিয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার পর মাদরাসার প্রাঙ্গণ ও এলাকা জুড়ে হৈ-চৈ শুরু হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরবর্তিতে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও শিক্ষার্থী এবং তার পিতা একরামুল হককে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবেদা আফসারীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের বক্তব্য শুনে এ ব্যাপারে থানা পুলিশকে মামলা গ্রহণ করে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। বিকেলে ভিকটিম বাদী হয়ে থানায় মাদরাসার ইংরেজী শিক্ষক রাজিবুর রহমানের বিরুদ্ধে মামলা (নং ৩৪) দায়ের করলে সন্ধ্যার পূর্বেই অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেফতার করে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী তাঁকে ক্লাস রুমে লাঞ্ছিত করার ঘটনা স্বীকার করে জানান, ওই শিক্ষার্থী তার কাছে দু’বার বিষয়টি অবিহিত করেছে। বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেছেন তিনি। ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, শিক্ষার্থীর অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। এ শিক্ষক বর্তমানে জেল হাজতে রয়েছেন।