ছাতকে পুলিশের অভিযানে ১১টি চোরাই গরু উদ্ধার

39

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের পুলিশের অভিযানে ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের কাংলাজান এলাকার তেরাবন থেকে এসব চোরাই গরু উদ্ধার করা হয়।
জানা যায়, দিরাই উপজেলার পুরাতন কটগাঁও গ্রামের ওয়ারিছ আলীর পুত্র আজির উদ্দিন তার চুরি যাওয়া গরু খুঁজতে আসে ভাতগাঁও এলাকায়। এক পর্যায়ে তেরাবন এলাকায় তার চুরি যাওয়া গরুর সন্ধান পেয়ে স্থানীয় মেম্বার সাজিল হোসেন বাবুল, মনিরুল ইসলাম, শাবাজ মিয়া ও সুজন মিয়াকে বিষয়টি অবহিত করেন তিনি। পরে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল মোতালেবের সহায়তায় অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে চুরি যাওয়া ১১টি গরু উদ্ধার করা হয়। চোরাই গরু উদ্ধারের খবরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মালিকগণ এসে তাদের চুরি যাওয়া গরু চিহ্নিত করেন। এর মধ্যে দক্ষিণ সুনামগঞ্জের উলুতুল-নোয়াগাঁও গ্রামের সিদ্দিকুর রহমান, জয়কলস গ্রামের ফখর উদ্দিন, শাখাইতি গ্রামের নুরুল আমিন, শান্তিগঞ্জ গ্রামের আব্দুল মছব্বির এবং ছাতক উপজেলার হায়দর পুর গ্রামের আব্দুল জলিল ও আসামপুর গ্রামের আব্দুল আমিনসহ মালিকগণ তাদের চুরি যাওয়া গরু চিহ্নিত করেন। জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল মোতালেব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।