মৌলভীবাজারে পরিবহন শ্রমিক ফেডারেশন কর্ম বিরতি

21

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জেলায় সবকটি উপজেলায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কর্ম বিরতিতে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছে স্কুলের শিক্ষার্থী ও কর্মজীবী সাধারণ মানুষরা।
যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ।
সোমবার (২৯এপ্রিল) সকাল থেকে সিলেটের ন্যায় মৌলভীবাজারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্মবিরতির ডাক দেয়। এর ফলে বাস, মাইক্রোবাস, অটোরিক্সাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ। ধর্মঘটের কারণে সময়মত কর্মস্থলে যেতে পারছে না অনেকেই।
অপরদিকে জেলার পর্যটননগরী শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ী, বড়লেখা এবং রাজনগর উপজেলায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন এমনটাই জানিয়েছেন শ্রমিকরা।
মৌলভীবাজার শহরের খুরশেদ আলম, শাহেদ আহমদ, নাজমুল হাসান বাবুল বলেন, ‘অন্যায় বা ন্যায় যে কোন প্রকার দাবি আদায় করার জন্য মানুষকে এভাবে জিম্মি করা এক প্রকার অভ্যাসে পরিনত হয়েছে শ্রমিকদের। পরিবহনের সেক্টরের কাছে দেশের মানুষ জিম্মি।’
শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.শাহজাহান ও বড়লেখা উপজেলা পরিবহন সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মোবাইল ফোনে বলেন, ‘৭ দফা দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই কর্মবিরতি ঘোষণা করার পর আমরা তা বাস্তবায়নের লক্ষ্যে সকাল ও সন্ধ্যা এই কর্মবিরতি চলছে।’
প্রতিক্রিয়া জানতে চাইলে মৌলভীবাজার ট্রাফিক পুলিশের (ইন্সপেক্টর টিআই) মোহাম্মদ কাজল বলেন, সড়কে বিচ্ছিন্নভাবে যান চলাচল করছে। দাবি আদায়ের লক্ষ্যে যে কেউ কর্মবিরতি পালন করতে পারে। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।’