ছাতকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

8

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৮ ব্যক্তি আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুজাদ আলী, নুরাই মিয়া ও আব্দুর রহিমকে জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সিংচাপইড় গ্রামের মুসলিম আলীর পুত্র শামসুল ইসলাম ও একই গ্রামের মৃত আকরম আলীর পুত্র সুজাদ আলী পক্ষদ্বয়ের মধ্যে সিরাজগঞ্জ বাজার সংলগ্ন সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। অনান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।