প্রভুর নির্দেশ মানি

30

দিপংকর দাশ

ধরার মাঝে ঘাতক সাজে
করছো খেলা মানব,
মানুষ কূলে নিজের ভুলে
হয়ে ওঠো দানব।

নিঠুর খেলায় অবহেলায়
করো সবার ক্ষতি,
কি লাভ হলো একবার বলো
সুখ কি পেলে অতি?

লোভের ছায়ায় মিথ্যে মায়ায়
অহংকারে লাফাও,
মানব হয়ে পশুর লয়ে
বিশ্বটাকে কাঁপাও।

ধরলে চরণ করলে বরণ
প্রভুর নির্দেশ বাণী,
পাপের বোঝা কমবে সোজা
চলো প্রভু মানি।

ভুলে যদি নিরবধি
না নেই প্রভুর নাম,
নরক পথে আগুন রথে
জ্বলবে দেহ ধাম।