ব্যবসায়ী দবির মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

53
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: দবির মিয়ার উপর সন্ত্রাসীদের ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান।

হাজী নওয়াব আলী মার্কেট সবজি বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহ-সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. দবির মিয়ার উপর অতর্কিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শনিবার বেলা ১২টায় সোবহানিঘাটস্থ সবজি বাজারের সম্মুখে এ মানববন্ধন হয়।
মার্কেট কমিটির আহ্বায়ক আব্দুল ফাত্তাহ ফাহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচ এ তাফাদার রুহেলের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ, সহ-সভাপতিত্ব আলহাজ্ব আতিকুর রহমান আতিক, মুফতি নেহাল উদ্দিন, ট্রেডশীপ মার্কেটের কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদ মিয়া, হাজী নওয়াব আলী মার্কেটের সাবেক সভাপতি হাজী বশির মিয়া, পৃষ্ঠপোষক আবুল হোসেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক ও নিরাপদ সড়ক চাই মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, জেলার সহ-পাঠাগার সম্পাদক মুফতি আনিসুর রহমান তিতাস, সিলেট বিভাগ গণদাবী পরিষদ মহানগর শাখার সভাপতি এম এ হান্নান, জেলা শাখার দপ্তর সম্পাদক মো. আলা উদ্দিন, সহ-সাংগঠনিক মো. রাজু মিয়া, হাজী নওয়াব আলী মার্কেটের সাবেক সহ-সাধারন সম্পাদক আফরোজ আলী, হাজী নওয়াব আলী মার্কাট সবজি বাজার ব্যবসায়ী পরিচালকদের মধ্যে মো. আজম আলী, এম এ মান্নান, সুলেমান মিয়া, মঞ্জুর হোসেন, জলিল মিয়া, খসরু মিয়া, মাসুদ আহমদ, জয়নাল আবেদীন, রাজু আহমদ, সুলেমান মিয়া, এম. এ. মন্নান, সাংবাদিক তাজ উদ্দিন তালুকদার আল মারজান ব্যাবসায়ী মো. লায়েক মিয়া, জেলার অর্থ সম্পাদক কয়ছর আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহ-সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, মহানগর গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন কামাল, মো. আব্দুল মানিক, শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক, জেলার সাংস্কৃতিক সম্পাদক মো. পংকি মিয়া, ধর্ম বিষয়ক লুৎফুর রহমান লিনু প্রমুখ।
বক্তারা বলেন ব্যবসায়ীরা শান্তিপ্রিয় মানুষ। কখনও বিবাদ সৃষ্টি করতে চান না। তবে কেউ যদি বিবাদ সৃষ্টি করে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে ব্যবসায়ীরা সব সময় প্রস্তুত। ব্যবসায়ীরা অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তারা আগামী ৭ দিনের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী মো. দবির মিয়ার উপর সন্ত্রাসী হামলারীদের দ্রুত বিচার না করলে ব্যবসায়ীরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবে। বিজ্ঞপ্তি