ওসমানী হাসপাতালে আনসার ও ওষুধ কোম্পানীর লোকদের মধ্যে সংঘর্ষ

16

স্টাফ রিপোর্টার :
সিলেট ওসমানি হাসপাতালে আনসার ও ওষুধ কোম্পানি অফিসারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতালে এ ঘটনা ঘটে। আনসার সদস্যদের হামলায় এমদাদুর রহমান নামে ঔষধ কোম্পানির এক অফিসার আহত হয়েছেন। তার বাড়ি দক্ষিণ সুরমার শ্রীরামপুরে।
জানা যায়- সকালে ওসমানী হাসপাতালে চিকিৎসকদের সাথে যোগাযোগ করতে নিচ তলা থেকে উপরে উঠতে চান ল্যাব এইড ঔষধ কোম্পানির সদস্যরা। এ সময় হাসপাতালে কর্মরত আনসার সদস্য তাদের বাঁধা দেন। এ নিয়ে আনসার ও ঔষধ কোম্পানীদের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আনসার সদস্যদের লাঠিপেঠায় ঔষধ কোম্পানীর অফিসার এমদাদ আহত হন। পরে তাদেরকে ওসমানী হাসপাতাল থেকে বের করে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওষুধ কোম্পানীর এক কর্মকর্তা বলেন- কোম্পানী আমাদের বলেছে প্রতি রবিবার ও বুধবার ওসমানী হাসপাতালে ডাক্তারদের সাথে গিয়ে সাক্ষাত করতে। যাতে ডাক্তাররা ওই কোম্পানীর ঔষধ রোগীদের লিখে দেন। যার কারনে ওসমানী হাসপাতালে গিয়েছিলেন ঔষধ কোম্পানীতে কর্মরত অফিসাররা। তখন আনসার সদস্যরা ডাক্তারের সাথে সাক্ষাতে কোম্পানীর লোকদের বাধা দেন। এক পর্যায়ে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাকবিতন্ডা শুরু হয়। পরে কোন কিছু বুঝে উঠার আগেই আনসার সদস্যরা লাঠিপেটা শুরু করে। তবে- এ ঘটনার ব্যাপারে ওসমানী হাসপাতালের পরিচালকের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।