মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা ও মহানগর শাখা।
শনিবার (১৩ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা নুসরাত জাহান হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র নারী নির্যাতন রোধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ব্লাস্ট সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী এ ঘটনাকে বর্বরতা বলে আখ্যায়িত করেন। নারীর প্রতি নৃশংসতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট মহানগর শাখা সাধারণ সম্পাদক সাংবাদিক আনাস হাবিব কলিন্সের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী জিল্লুর রহমান সাহেদ ও এমএইচ ইমনের যৌথ পরিচালনায় মানবন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহী, বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ছবি হাওলাদার, সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল, রীনা কর্মকার, তমা আক্তার, আমার সিলেট সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ, মাম্মা ফাউন্ডেশন সভাপতি মো: আনছার উদ্দিন সাইফ, অন্তর দৃষ্টি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, রুকন গাজী, দুলাল আহমদ শান্ত, ডা: সাহেদা বেগম, রুমা বেগম, নূরুল ইসলাম, সজীব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি