হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে ৪ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। শনিবার বেলা ১২টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি আলিয়া মাদ্রাসার সামনে এ অবরোধ করে মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি জানায় মাদ্রাসার সামনে গতিরোধক দিতে হবে, ২০ বছরের নীচে কেউ ব্যাটারি চালিত ইজিবাইক চালাতে পারবেনা, ইজিবাইকের সংখ্যা কমাতে হবে, যারা দুর্ঘটনা ঘটায় তাদের আইনের আওতায় আনতে হবে। এক সপ্তাহের মাঝে দাবি না মানলে তারা পুনরায় কর্মসূচি দিতে বাধ্য হবে বলে শিক্ষার্থীরা ঘোষণা দেয়। খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি মানার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এ সময় বক্তৃতা করেন মাদ্রাসার শিক্ষার্থী রাজন রেজা ও সফিউল আলম মাহিন।