আজকের ভোর

127

মোহাম্মদ মুসা

ভোরের সূর্য্য চুপি চুপি উঠছে,
বাগান ভরে ফুলে ফলে ভরছে।

তিমির রাত্র গেলে কিছু ক্ষণে
প্রভাত এলো ভোরে ডাকা মনে।

চারিদিকে গাইছে ভোরের পাখি,
সকাল হলে মেলছে দুটি আঁখি।

ভোরের বায়ু লেগে যারে গায়,
মা যে বলছে দিনটি ভাল যায় ।

সবই যেন ছুটছে নিজে কাজে,
ফেরবে যেন শেষ তথাপি সাঁঝে।

অলস লোকের হলে কভু ভোর,
সোনারোদে চমকালে কি দোর।

আলোকিত স্বচ্ছ চোখই দেখে,
যে জন দিল ভোরের ছবি মেখে।

রাত দুপুরে যেজন জেগে রবে,
কেমনে করে সকাল তারই হবে ।

মুঠো ফোনে সারাক্ষণই কাটে,
ছেলে পেলে নেইতো যোগে পাঠে।

জগতটাকে তেমনি ভার চুয়াল,
বদলে গেছে মনোভরে খেয়াল।

ভুলে গেছে সকাল বিকেল বেলা,
আধুনিকে নিত্য করে খেলা।

ফুরে গেছে কোমল প্রাণে বায়ু,
ভোরের ডাকে ঘুম ভাঙেনি কেউ।

পাল্টে গেছে মানুষগুলো যেনো
পাল্টেনি যা সূর্য্য মামায় কেনো ?

ভোর হয়েছে উঠছে প্রভাত রবি,
ভোর হলে কই ঘুমের ঘোরে কবি।