সামিমা বেগম
বছর ঘুরে আসলো ফিরে
পয়লা নববর্ষ,
লাল শাড়ি আর পাঞ্জাবিতে
জাগলো মনে হর্ষ।
রঙ মাখিয়ে গাল ও হাতে
সাজে নতুন ঢঙ্গে,
তবলা-ঢোলে বোশেখ গানের
সুর বাজে এই বঙ্গে।
পান্তাভাত আর ইলিশ মাছ
মাটির পাত্রে রেখে,
মেলায় বসে খাচ্ছে সবাই
পোড়া মরিচ মেখে।
বাচ্চাগুলো আকাশজুড়ে
রঙিন বেলুন উড়ায়
কচি আমের আচার খেয়ে
পাণটা সবার জুড়ায়।
হল্লা করে ঘুরবে সবাই
রমনার বটমূলে,
হাসবে তারা গাইবে তারা
মনটারই দ্বার খুলে।