বিশ্ব মানবতার মুক্তিদূত রাসূল (সাঃ) কে ভালোবাসার মাধ্যমেই প্রকৃতভাবে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে তাই রাসূল (সাঃ) এর জীবনাদর্শকে অনুসরণ করতে হবে। ঈদে মেরাজ রাসূল (সাঃ) এর আদর্শকে অনুসরণ করার জন্য ঈমানদারদেরকে অনুপ্রাণিত করে। বিশ্ব সুন্নী আন্দোলন এবং ইনসানিয়াত বস্তুর ঊর্ধ্বে মানবতাকে প্রতিষ্ঠা করার আহবান জানায়।
বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, সিলেট-এর উদ্যোগে মহান ঈদে মেরাজুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলন, সিলেট জেলার সভাপতি ইঞ্জিনিয়ার অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি সিবগাত উল্লাহ এরশাদ নিজামী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঈমিয়া লতিফা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান।
বিশ্ব সুন্নী আন্দোলন, সিলেট জেলার দিশারী ইফতেখার হোসাইন শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মো. শাহনেওয়াজ নীরব, জান্নাত উম্মে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেহেদী হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান এবং নাতে রাসূল পরিবেশন করেন আশরাফুল ইসলাম। সভার শেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি সিবগাত উল্লাহ এরশাদ নিজামী। বিজ্ঞপ্তি