নুসরাত হত্যার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

14

শাবি থেকে সংবাদদাতা :
ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে ও খুনি, ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন তালামীযে ইসলাম।
বৃহ¯পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা ও ঢাকায় শিশু মনির হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধর্ষক-খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের লক্ষ্যে ট্রাইবুন্যাল গঠন করে বিচারের দাবি জানান।
এছাড়াও নারী নির্যাতন ও পাশবিকতা প্রতিরোধে ছাত্র-শিক্ষক, পেশাজীবীসহ সকল দলমতের নাগরিকবৃন্দকে একই প্লাটফর্মে এসে গণআন্দোলনের মাধ্যমে নারী সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাবি তালামীযের সাবেক সভাপতি নিজামুল ইসলাম আব্বাসী, সহ সভাপতি মো. মিজানুর রহমান, শাহিনুর সুজন, সহ সাধারণ স¤পাদক মোহাম্মদ কামরুজ্জামান, রেদওয়ানুল হক শিমুল, সাংগঠনিক স¤পাদক ইমাদুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রচার স¤পাদক গাউসুল আলম, সহ শাবি তালামীযের কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।