ছাতকে সড়ক সংস্কারে ১৫ দিনের সময় নিলেন মেয়র, ১০ ঘণ্টা পর অবরোধ স্থগিত

10

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে কোর্ট রোডে ভাঙ্গা রাস্তা ও ড্রেনেজ সংস্কারের দাবিতে এলাকাবাসীর ডাকা অবরোধ ১০ঘন্টা পর প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আশ^াসে তাৎক্ষণিক স্থগিত ঘোষণা করা হয়। এ বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে কোর্ট রোড এলাকাবাসীর সাথে পৌরসভার সম্মেলন কক্ষে এক জরুরী সভা করেন পৌর মেয়র আবুল কারাম চৌধুরি। বৈঠকে থানার ওসি আতিকুর রহমান, লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানীর কর্মকর্তা মো.মহি উদ্দিন, হাবিবা ইসলাম, নাজমুল হোসাইন, কোর্ট রোডের বাসিন্দা নুরু মিয়া তালুকদার, মখছুদুল হক, বাবুল মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, আবু হেনা মো.তারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরি বৈঠকে উপস্থিত এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, ১৫ দিনের মধ্যে কোর্ট রোড ভাঙ্গা-চোরা সড়কটি গর্ত ভরে সাময়িক ভাবে চলাচলের উপযোগী করে দেয়া হবে। সড়কটি স্থায়ী ভাবে সংস্কার করতে দ্রুত পৌরসভা কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে সংস্কার কাজের ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, ছাতক শহরের কোর্ট রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কোর্ট রোডে বাঁশ ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন মহল্লাবাসী। অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কে আটকা পড়ে মালবাহী শতাধিক ট্রাক-লরি ইত্যাদি পরিবহন। প্রায় ১০ ঘন্টা অবরোধের পর সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে থানার ওসি ও পৌর সভার পক্ষ থেকে প্যানেল মেয়র ঘটনাস্থলে উপস্থিত হয়ে সান্ত্বনা দিয়ে মঙ্গলবার দুপুরে সকলকে পৌর সভার কার্যালয়ে উপস্থিত হওয়ার আহবান জানান। এতে অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধ তাৎক্ষণিক স্থগিত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।