সর্বক্ষেত্রে সমঅধিকার, সম মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে – এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

16

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, সমাজের সর্বক্ষেত্রে সম অধিকার ও সম মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, পাঠ্য পুস্তকে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে পাঠ্য পুস্তকে প্রণয়ন করতে হবে। রাষ্ট্রীয় বাজেটে সকল ধর্মের সমান বাজেট করতে হবে। প্রতি জেলায় সরকারি টাকায় মসজিদের মতো মন্দির নির্মাণের ব্যবস্থা করতে হবে।
তিনি ৫ এপ্রিল বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর অন্তর্গত শাহপরান থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নিরেশ দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সদর উপজেলা শাখার সভাপতি নীলেন্দু ভূষণ দে অনুপ, গোবিন্দ লাল দে টুটুল, বিরেশ দেবনাথ।
সভায় আগামী ২৬ এপ্রিল মহানগর শাখার সম্মেলন সফল করার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানান। সভায় শাহপরান থানা শাখার ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ধীরেন্দ্র ধরকে আহ্বায়ক, বাবলা কুমার দাস, রমাংশু চক্রবর্তী সুমনকে যুগ্ম আহ্বায়ক, ভানু চন্দ্র নাথকে সদস্য সচিব, সদস্য এডভোকেট দেবতোষ দে, দুলাল সরকার, রনজিত দাস, অশোক কুমার দে অলক, পাপলু দে, নরেন্দ্র বিশ্বাস, সুশীল বিশ্বাস, উপেন্দ্র পাত্র, অপু দে, লিংকন দাস, হেমেন্দ্র দেবনাথ তরণী, রিংকু চক্রবর্তী, মিলন উরাও, নির্মল পাত্র, অজয় সিংহ, পুলক দে, বিশ্বজিত দেবরায় বিষু, জ্যোতির্ময় ভট্টাচায্য, ধর্মজিত সিংহ। বিজ্ঞপ্তি