বঙ্গভূমি

42

দিপংকর দাশ

সবুজ মাঠে কৃষক কাটে
আউশ আমন ধান,
দাওয়ায় বসে কৃষাণীরা
গাইছে কতো গান।

নদীর বুকে নৌকা চলে
শাপলা ভরা ঝিল,
পুকুর পারে বকের মেলা
মৎস্য ভরা বিল।

ভাটিয়ালি সুরে মাঝি
বেয়ে যে যায় দাঁড়,
কলসি কাঁখে বধূ চলে
ঘাটে’তে বারবার।

রাখাল রাজা গাছের তলে
বসে বাজায় বাঁশি,
মনের কোণে রঙ যে লাগে
দেখলে মায়ের হাসি।

রক্ত দিলো সূর্য সন্তান
তোমার হাসির জন্য,
বঙ্গভূমি তোমার বুকে
জন্মে আমি ধন্য।