ঋতুর পরিচয়

160

আনোয়ার আল ফারুক

দেখবে যখন রোদের ঝিলিক লাগবে তোমার গায়,
কালবৈশাখির ঘূর্ণিঝড়ের তান্ডব বয়ে যায়;
মধুর রসের ফলে ভরা সবুজ গাছের ডাল,
বুঝবে তখন আমার দেশে চলছে গ্রীষ্মকাল।

আকাশ থেকে মুষলধারে নামায় বানের ঢল,
পুকুরথডোবায় নদীথনালায় উপচে পড়ে জল;
কদম-কেয়ায় বলবে তোমায় ভাসছে নদীথখাল,
বুঝবে নিবে আমার দেশে চলছে বর্ষাকাল।

কাশফুলেদের দোল খাওয়াতে দেখবে দেশের রূপ,
মেঘের ভেলায় ভাসতে দেখবে হয়ে আকাশ চুপ;
ভাদর মাসের খা খা রোদে পাকবে গাছের তাল,
ঠিকই তুমি বুঝে নিবে চলছে শরৎকাল।

সবুজ মাঠের কানায় কানায় সোনার ফসল দোলে,
ব্যস্ত চাষা সকাল বিকেল ফসল গোলায় তোলে;
নবান্নেরই আমেজ ছড়ায় ঘরের নতুন চাল,
বুঝবে তখন চলছে দেশে হেমন্তেরই কাল।

ঘাসের ডগায় শিশির ফোঁটা খেলবে দারুণ খেল,
বিলের মাঝে হরেক রকম বিদেশ পাখির মেল;
খেজুর রসের মিষ্টি স্বাদে ভরবে তোমার গাল,
বুঝে নিও আমার দেশে চলছে শীতেরকাল।

গাছের ডালে দেখবে যখন কচি পাতার রেশ,
ফুলের হাসি ঝরবে রাশি মাতবে পরিবেশ,
আগুনরূপে দেখবে তুমি কৃষ্ণচুড়ার ডাল,
বুঝে নিও তখন তুমি ঠিক বসন্তকাল।