বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। দেশের কোন মানুষই নিরাপদ নয়, হত্যা, খুন, গুম, ছিনতাই নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামাজিক হত্যাকান্ডর অহরত বেড়েই চলেছে, সরকারের মন্ত্রী ঘুষ দুর্নীতিকে বৈধতা দিচ্ছে, এ সরকার দুর্নীতির পৃষ্ঠপোষক সরকারে পরিণত হয়েছে। সরকারী দল ও বিরোধী জোট বিদেশীদের নিকট ধর্না দিয়ে চলেছে। এমনি পরিস্থিতিতে মানুষ খেলাফত রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন অনুভব করছে। একমাত্র খেলাফত ব্যবস্থাই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারে। তাই খেলাফত প্রতিষ্ঠায় গণআন্দোলনকে তৃণমূলে ছড়িয়ে দিয়ে গণআন্দোলনে পরিণত করতে হবে। এক্ষেত্রে মজলিস কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রিন্সিপাল হাবিব গতকাল শনিবার খেলাফত মজলিস সিলেট বিভাগ আয়োজিত বিশাল দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বেলা ২টা থেকে রেজিষ্ট্রারী মাঠে অনুষ্ঠিত সমাবেশে সিলেট বিভাগের হাজার হাজার দায়িত্বশীল ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
তিনি বলেন, আধ্যাত্মিক রাজধানী সিলেট হতে কুখ্যাত তাসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। আমরা দু’দশক পূর্ব হতে নাস্তিক-মুর্তাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করার দাবী জানিয়ে আসছি কিন্তু কোন সরকারই ভ্রুক্ষেপ করেনি, তাই কিছুদিন পরপরই নাস্তিকরা পবিত্র কোরআন, ইসলাম ও প্রিয়নবী (সা:) এর বিরুদ্ধে কটুক্তি করার দুঃসাহস দেখায়। সিংহভাগ মুসলমানের দেশে তা কখনো বরদাশত করা হবে না। অবিলম্বে নাস্তিক মুর্তাদদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে।
দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী। কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ মমশাদ আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের যৌথ উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দিন, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মুফতী মাহফুজুল হক, বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা বদিউজ্জামান, সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নূরউদ্দিন, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ হারুনুর রশিদ, মহানগর সহ-সভাপতি গাজী রহমত উল্লাহ, মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা রিয়াজ উদ্দিন, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আলী, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুছা মোল্লাহ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মুফতী হাবিবুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা ছামিউর রহমান মুছা, হবিগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা বদর উদ্দিন, সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী রশিদ আহমদ, সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাঈম উদ্দিন, মহানগর প্রচার সম্পাদক মাওলানা আরিফুল হক ইদ্রিস, সুনামগঞ্জ জেলা প্রচার সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, সিলেট মহানগর অফিস সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মহানগর বায়তুলমাল সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ মাওলানা রেজাউল হক, সিলেট জেলা দায়িত্বশীল মাওলানা মোস্তফা আহমদ আজাদ, মাওলানা কাজী জুনেদ আহমদ, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা কাওছার আহমদ হাছানী, মোঃ আব্দুল গাফ্ফার, মাওলানা আব্বাস জালালী, মাওলানা মুহিবুর রহমান ওসমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা সৈয়দ তহুর আহমদ, ছাত্র মজলিস নেতা সুহাইল আহমদ, মোঃ সাইদুর রহমান, মোঃ আল মাহমুদ আতিক, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, এম আজিম উদ্দিন, জুবায়ের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি