পুড়ছে মানুষ

26

আহমেদ কবির

একদিকে ভাই উন্নয়নে
এগিয়ে যাচ্ছে দেশ,
অন্যদিকে আগুন লেগে
জ্যান্ত মানুষে শেষ।

রাত-বিরাতে জ্বলে উঠে
পুড়ে বসত ভিটে,
এই শহরে আগুন লেগে
খসে সোনার ইটে।

লাশের ঐ মিছিলে হায়রে
আসে কত লাশে!
মৃত্যুপুরী ঢাকায় এখন
লাশের গন্ধ ভাসে।

চকবাজারে, বনানীতে
কখনো গুলশানে,
সদরঘাটে আবার শুনি
আগুন যে জলযানে।

এত এত জ্যান্ত দেহ
নিমিষে পুড়ে ছাই!
তবুও দেখি অগ্নিশিখা
ঢাকা ছাড়ে না হায়!