গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের ভাদেশ^র ইউনিয়ন আ’লীগ সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার ভাদেশ্বর ইউপির শেখপুর গ্রামের আ’লীগ সভাপতি লুৎফুর রহমান মাস্টারের নিজ বাড়ীতে। লুৎফুর রহমান মাস্টার জানান, রবিবার দিবাগত রাত আড়াইটায় ১০/১২ জনের মুখোশ পরা ডাকাতদল বাড়ীর কেসি গেইটের তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমার হাত-পা বেঁেধ টেনে-হিঁচড়ে বাথরুমে আটকিয়ে ঘরের স্টিলের সকেস, আলমিরা ভেঙ্গে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকাসহ মূল্যবান জিসিপত্র লুট করে। রবিবার আমাদের পরিবারের অন্যান্য লোকজন এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যান। আমি বাড়ীতে একাই ছিলাম। ভোর ৫ টায় বাথরুম থেকে প্রতিবেশিরা আমাকে উদ্ধার করেন। খবর পেয়ে সকালে গোলাপগঞ্জ থানা পুলিশ ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ হলে তিনি বলেন এ ঘটনায় আ’লীগ সভাপতি লুৎফুর রহমান মাস্টার বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। এদিকে এ ঘটনার খবর পেয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা ও লুণ্ঠিত মালামাল উদ্ধানের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।