কাজিরবাজার ডেস্ক :
সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পীকারকে চিঠি দিয়েছেন গণফোরাম থেকে নির্বাচিত সিলেট-২ আসনের (এমপি) মোকাব্বির খান। সোমবার গণফোরামের পক্ষ থেকে তার শপথের ব্যবস্থা করার জন্য স্পীকার বরাবর চিঠি দেয়া হয়। আজ মঙ্গলবার অথবা পরদিন তিনি শপথ নিচ্ছেন বলে জানা গেছে। সোমবার মোকাব্বির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শপথ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, স্পীকার সময় দিলে আগামী ২ অথবা ৩ এপ্রিল শপথ নেব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোকাব্বির খান বলেন, দলীয় (গণফোরাম) সিদ্ধান্ত অনুযায়ী আমি শপথ নিতে স্পীকারকে চিঠি দিয়েছি। এ বিষয়ে জানতে স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল (৩১ মার্চ) পর্যন্ত তার শপথ নেয়া প্রসঙ্গে কোন চিঠি পাইনি। এসেছে কিনা খোঁজ নেয়া হয়নি বলে জানান তিনি।
এর আগে খবর রটেছিল সিলেট-২ আসনের (ওসমানীনগর-বিশ্বনাথ) সংসদ সদস্য হিসেবে মার্চের শুরুতে শপথ নিতে যাচ্ছেন গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। দলীয় প্রধান ড. কামাল হোসেন ও দলের সিদ্ধান্তেই শপথের বিষয়টি চূড়ান্ত হয়েছিল বলে জানানো হয়। কিন্তু দলীয় নানা জটিলতার কারণে এর অগ্রগতি হয়নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সংসদ সদস্য নির্বাচিত হন। মনসুর বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ ও মোকাব্বির নিজদলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে বিজয়ী সাংসদদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্য দলের সবাই শপথ নিলেও বিএনপি ও গণফোরামের আট সাংসদের ৭ জন শপথ নেননি এখনও। বিএনপি-গণফোরামের জোট ঐক্যফ্রন্ট জানিয়েছে তাদের সাংসদরা শপথ নেবেন না। ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তারা নতুন নির্বাচনের দাবি করছেন। এর মধ্যে ইতোমধ্যে শপথ নিয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর।
সংসদ সদস্য হিসেবে আজ মঙ্গলবার শপথ নিচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান। মঙ্গলবার দুপুর ১২টায় তার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তার কার্যালয়ে মোকাব্বির খানকে শপথ বাক্য পাঠ করাবেন। সোমবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।