স্টাফ রিপোর্টার :
‘সিলেটের মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন’ এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর দায়ে গ্রেফতারকৃত ৭ ভুয়া সাংবাদিকদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার সংশ্লিষ্ট আদালতে হাজির করে পুলিশ ৫ দিন করে প্রত্যেককে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) শাহপরাণ থানার এসআই দেবাংশু পাল।
এর আগে ২৫ জুলাই সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গুজব ছড়ানোকারী ৭ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার।
গ্রেফতারকৃত ৭ ভুয়া সাংবাদিকরা হচ্ছে, নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানার পীরেরচক এলাকার মৃত উস্তার আলীর পুত্র আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের পুত্র রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর পুত্র সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর পুত্র আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর পুত্র রাজন আহমদ (২৮) ও এয়ারপোর্ট থানার আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের পুত্র মোক্তার হোসেন মান্না (২৮)। গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়।