প্রিয় বাংলাদেশ

113

আনোয়ার আল ফারুক

বলো দেখি কোথায় ফোটে
রঙবাহারী ফুল,
কোথাও খুঁজে পায় না কেউ
এমন দেশের তুল?

বলো দেখি কোথায় ভাসে
হাজার পাখির সুর?
মধুর সুরে যায় হারিয়ে
মন’টা বহুদুর।

বলো দেখি কোথায় মিলে
ক্ষেত ফসলের মাঠ?
কোন জমিনটা সবার কাছে
জীবন্ত এক পাঠ?

বলো দেখি কোথায় বয়ে
নদী কলোকল,
থোকায় থোকায় দুলে থাকে
হাজার স্বাদের ফল?

বলো দেখি কোথায় আছে
ছয়টি ঋতুর খেল?
জনে জনে যায় পাওয়া যায়
মেল বন্ধন মেল?

বলো দেখি কোথায় আছে
নির্মল পরিবেশ?
সেই আমার-ই জন্মভূমি
প্রিয় বাংলাদেশ।