বসন্ত কাব্য

41

মো: হাসান মাহমুদ বজ্র

ঝরা পাতা জড়ো করে নিচ্ছে কুমারী
বসন্ত আগমনে জ্বলছে রূপের বহ্নি।
ভেসে চলে উত্তরে দক্ষিনা সমিরণ
বসন্ত বন্দনায় মেতেছে কুটির কানন।

শাখী শূন্য ছিলো রুক্ষতা কালে
বসন্ত আগমনে সেজেছে পাদপ সবুজ পল্লবে।
বিহঙ্গ তুলেছে সুর বসন্ত পুলকে
গিরি মহী আজ দিদীপ্যমান বসন্ত আলোকে।

প্রাত:কালে ছুটিছে তন্দ্র পক্ষীর নিরালা কলরবে
ভূধর ধরনীতে ফুটেছে কমল মহীরূহ সেজেছে পল্লবে।
সুরলোক এসেছে মোদেনী তরে রুপপুঞ্জ সমর্পণে
অমলিন নহলী ধারা এসেছে আবার বসন্ত আবর্তনে।

বসন্ত এসেছে রুক্ষতার অধোগতি।
অরণ্যে ফুটেছে কুসুম প্রমোদে বসন্ত প্রকৃতি।
বসন্ত শোভনে কবির মুগ্ধ শিহরন
লেখেছি তাই বসন্ত কাব্য প্রাণের স্পন্দন।