কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য রথেরটিলার গ্রাম্য বাজারের চার দোকান চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল চুরি হয়। সব মিলিয়ে ব্যবসায়ীরা ৭০ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত সপ্তাহেও ইউনিয়নের আরও চার দোকানে চুরির ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, শমসেরনগর থেকে পতনউষারগামী সড়কের রথেরটিলা বাজারের ফটিকুল ইসলাম, মন্নান মিয়া, রুস্তুম মিয়ার মোদি দোকান ও আব্দুল কাদিরের চায়ের দোকানের তালা ভেঙ্গে চোর চক্র নগদ প্রায় ৪০ হাজার টাকা, সাত হাজার টাকার সিম কার্ড, চারটি মোবাইল ফোনসহ দোকানের দামী জিনিসপত্র মিলিয়ে প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. আনজির সরেজমিন তদন্ত করেন।
এদিকে গত সোমবার দিবাগত রাতে শমশেরনগর বাজারের চৌমুহনা এলকার একটি টেইলার্স ও ক্লথ দোকানের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। গত সপ্তাহে পতনঊষার বাজার ও শ্রীরামপুর বাজারেও অনুরূপ চারটি দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটে। শমসেরনগর ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, সবগুলো চুরির বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে এসব ঘটনায় অপরাধী শনাক্তে স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন। পুলিশের একার পক্ষে সার্বিক বিষয়ে কাজ করা খুবই কঠিন।