আজ ৬ আগষ্ট সোমবার সাবেক নৌবাহিনীর প্রধান এবং যোগাযোগ মন্ত্রী ও কৃষিমন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৪তম শাহাদাত বার্ষিকী। তিন দশক আগে এই দিনটিতে তিনি জীবনের শেষ মুহূর্তটুকুও নিপীড়িত স্বদেশবাসীর সেবায় উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে ৬ আগষ্ট সোমবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ মাহফিলে সবাইকে অংশগ্রহণ করার জন্য মরহুমের ভাতিজা বাবর আলী খান অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও ঐদিন বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি বিরাহিমপুরে এবং বাদ আসর হযরত শাহপরান (রহ.) এর মাজার প্রাঙ্গণে, জামালপুর জেলার দুর্মুটে হযরত শাহ কামাল (রহ.) এর মাজার শরীফ প্রাঙ্গনে, বগুড়ার বাইতুর রহমান জামে মসজিদে, সুরভী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সকল শাখায়, বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, মংলা ও খুলনার বিভিন্ন নৌ ঘাটিতে এবং সৌদি আরবের পবিত্র মক্কা শরীফে, যুক্তরাজ্যের ব্রিকলেনে ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রংক্সস্টার্লিং বাংলা বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণের কর্মসূচী রয়েছে। বিজ্ঞপ্তি