গোলাপগঞ্জে নিখোঁজ হওয়া দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

68
গোলাপগঞ্জে নিখোঁজ হওয়া দিনমজুরের উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত লাশ।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায় নিখোঁজ হওয়া দিনমজুরের ক্ষতবিক্ষত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার লক্ষ্মীপাশা ইউপির নিমাদল পূর্বপাড়া গ্রামের মৃত দাইমুল্লাহ আলীর ছেলে আব্দুস শহীদ (৪৫)। উপজেলা পরিষদ নির্বাচনের পরের দিন ১৯ মার্চ ২০১৯ইং বিকাল থেকেই নিখোঁজ হন ওই দিনমজুর। শুক্রবার (২২ মার্চ) জুম্মার নামাজের সময় একই গ্রামের পাগল প্রায় চলুছ মিয়ার স্ত্রী রিনা বেগম (৫০) বাড়ীর পাশের একটি পুকুরে অর্ধগলিত লাশ ভাসতে দেখে প্রতিবেশিদের মাধ্যমে স্থানীয় ইউপি সদস্য রুহেল মেম্বারকে জানানো হয়। পরে ওই ইউপি সদস্য থানা পুলিশকে খবর দিলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ, এসআই শংকর চন্দ্র দেব একদল পুলিশ নিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেয়ে সুমি আক্তার (১৮) জানায়, আমাদের গ্রামের শানু মিয়া (৫৫) এর পরিবারের সাথে প্রায় ৩ বছর থেকে জমি রেজিষ্ট্রারী নিয়ে বিরোধ চলছিল। নিখোঁজ হওয়ার দিন সকালে শানু মিয়া আমার বাবাকে ডেকে নেন। এরপর থেকে তিনি আর বাড়ী ফিরেননি। তিনি বিভিন্ন বাসা বাড়ীতে দিনমজুরের কাজ করতেন। খবর পেয়ে আব্বার পরনের জামা কাপড় দেখে শনাক্ত করি। নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা স্থানীয় মেম্বারকে জানিয়েছি। নিখোঁজ ওই দিনমজুর ৩ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথের সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা তাকে ধারালো কিছু দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। উদ্ধার হওয়া লাশ অনেকটা গলে গেছে। প্রায় ৩দিন আগের হবে।