সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
‘নিরাপদে চালাই গাড়ি, ট্রাফিক আইন মেনে চলি’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ট্রাফিক সপ্তাহ ২০১৮ (০৫-১১) উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আলম, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীল্লাহ, ওসি ডিভি কাজি মুক্তাদির আহমদ, ট্রাফিক বিভাগের টিআইও মো. সামছুল ইসলাম, সদর থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।