মোঃ ছিদ্দিকুর রহমান
মাগো তুই কোথায় গেলি
আমায় করে একা,
শূন্য ঘরে আমায় রেখে
করে ঘরটা ফাঁকা।
কাজ কর্মের শেষে যখন
ফিরি আমি ঘরে,
শূন্য ঘরে তোর কথা মা
শুধুই মনে পড়ে।
মাগো, দিবানিশি তোর কথা
যখন পড়ে মনে,
জল ফেলি মা, দুচোখ ভরে
আমি বসে নির্জনে।
বুকটা আমার হা হা করে
মাগো তোর জন্য,
বিধাতা ছাড়া কষ্ট আমার
জানেনা কেউ অন্য।
তোর আচলে গাঁথা ছিল
আমার সুখ আঁকা,
সেই সুখ আজ হারিয়ে মা
হলাম বড্ড একা।