কবির কাঞ্চন
ডানায় রূপের বাহার নিয়ে
প্রজাপতি উড়ে
অপার সুখে পুষ্পকলি
লাজুক মুখটা খুলে।
ফুলের কাছে অলি হাসে
হাসে দোয়েল পাখি
রূপে মাতাল টুনটুনিদের
ছন্দে মাখামাখি।
রবির পানে সূর্যমুখী
মাতাল হয়ে ঝুঁকে
ঋণে ঋণে স্থির দাঁড়িয়ে
হারায় মধুর সুখে।
ফুলের বনের মধু সৌরভ
ছড়িয়েছে দূরে
খোকাখুকির মন ভরেছে
মুগ্ধ সুরে সুরে।