মোঃ জাহাঙ্গীর আলম
একাত্তরে বীর বাঙালি
স্বাধীনতা আনতে,
কতোগুলো জীবন দিলো
সত্যি যদি জানতে।!
সারা বাংলা সাগর রূপে
ভাসে শহীদ রক্তে,
কৃষক, শ্রমিক, সর্বলোকে
আসে দেশের ভক্তে।
মনের ব্যথায় এমনি করে
ভেবে ভেবে কাঁদতে,
দৃঢ়ভাবে দেশের তরে
স্বপ্ন হাজার বাঁধতে।
দেশের ইতিকথার স্মৃতি
মনেপ্রাণে ভাবতে,
মন-অজান্তে সত্যিকারে
থরেথরে কাঁপতে।
দেশটা আমার কত দামি
বাস্তবতায় মানতে,
শহীদস্মৃতি হৃদয় কোণে
ক্ষণেক্ষণে টানতে।