ছড়ার বই

29

খোরশেদ আলম খোকন

বইমেলা তে যাব আমি
কিনবো ছড়ার বই,
সঙ্গে যাবে খোকাখুকি
আরও আমার সই।

সকাল বিকাল প্রতিদিন
পড়বো নানান ছড়া,
দেখেশুনে কিনতে হবে
ছন্দে যে বই ভরা।

যে বই’তে থাকবে ছাপা
সহজ সরল ভাষা,
সে বইটি কিনবো আগে
মিটবে মনের তৃষা।

শব্দ যাহার চেনা-জানা
তাল মেলানো সুর,
হাতে সে বই নেবো তুলে
রাখবো নাকো দূর।