গ্যাসের মূল্য বৃদ্ধি নয় কমাতে হবে – প্রতিরোধ আন্দোলন

20
গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন এর মানববন্ধনে বক্তব্য রাখছেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য।

গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট এর উদ্যোগে বুধবার ২০ মার্চ বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠি হয়। গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ সিলেট এর আহ্বায়ক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এড. বেদানন্দ ভট্টাচার্য, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মো. আরিফ মিয়া, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুকির হোসেন চৌধুরী, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিপিবি জেলা নেতা নিরঞ্জন দাশ খোকন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুশান্ত সিনহা সুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি সঞ্জয় কান্ত দাশ, ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা প্রমুখ। মানববন্ধনে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জাসদ জেলা সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। যা সম্পূর্ণ গণবিরোধী। বক্তারা গ্যাসের মূল্য বৃদ্ধি নয়, কমানোর আহ্বান জানিয়ে গ্যাসের মূল্যবৃদ্ধি হলে বৃহত্তর আন্দোলনের গড়ে তোলা হবে বলে জানান। মানববন্ধনে ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের আন্দোলনে প্রতি সংহতি জানানো হয়। বিজ্ঞপ্তি