ওসমানীনগরের উমরপুর ইউনিয়নে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন

45

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের উদ্যোগে ও এলজিএসপি-৩ প্রকল্পের উদ্যোগে ইউনিয়নের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে। উপকরণ বিতরণী অনুষ্ঠান শেষে ইউনিয়নের মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার স্থাপন কাজে ভিত্তিপ্রস্তর করা হয়। শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে ইউনিয়নের খাদিমপুর উচ্চ বিদ্যালয়, সিকন্দরপুর উচ্চ বিদ্যালয়, খুজগীপুর উচ্চ বিদ্যালয় ও ওসমানীনগর ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ ও আব্দু মিয়া কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পৃথক পৃথক সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেঝের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া, আওয়ামীলীগ নেতা হুছাইন আহমদ ছইল মিয়া, সৈয়দ নেছাওর আলী। পৃথক পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আওলাদ মিয়া, সিকন্দরপুর আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর, খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, খুজগীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধির মোহন দেব, ওসমানীনগর ইসলামিক একাডেমিতে ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার। বক্তব্য রাখেন, উমরপুর ইউনিয়ন পরিষদের সচিব মারতি নন্দন দাম, ইউপি সদস্য আব্দুল খালিক, রুকন আহমদ চৌধুরী, সোহেল মিয়া, সমাজসেবী জিতু মিয়া প্রমুখ।