হুংকার দিয়ে আর লাভ হবে না – মির্জা ফখরুল

22

কাজিরবাজার ডেস্ক :
‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো দিন কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না’ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন।’
শনিবার বিকালে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘আওয়ামী লীগ চোরের দল’ আখ্যা দিয়ে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কথাটি আমার নয়, ওদের নেতা দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি বলেছিলেন।’
তিনি বলেন, ‘লোভ, চুরি-সন্ত্রাস আওয়ামী লীগের মুদ্রাগত ও প্রকৃতিগত দোষ। উন্নয়ন ও কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করছে।’
‘আওয়ামী লীগ কথায় কথায় লাঠি নিয়ে আসে, হুংকার দেয়’ মন্তব্য করে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হুংকার দিয়ে আর লাভ হবে না। সাধারণ মানুষও এখন সচেতন।’
তিনি বলেন, ‘সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছে। ফেসবুক, টুইটার নিয়ন্ত্রণ করতেই ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করেছে।’
ফখরুল বলেন, ‘বর্তমানে জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন। ১০ টাকায় চাল, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে কিছুই করতে পারেনি।বিচার বিভাগ ও প্রশাসনকে দলীয়করণ করায় মানুষ সঠিক বিচার পায় না।’
তিনি বলেন, ‘ইতোমধ্যেই বিএনপির ৫ জন বীর সেনা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বাংলাদেশকে মুক্ত করার জন্য প্রাণ দিয়েছেন। তাদের রক্তদানকে বৃথা যেতে দেওয়া হবে না। ’
ফখরুল বলেন, ‘গণতন্ত্রকে রক্ষার জন্য সারা জীবন যিনি চেষ্টা চালিয়েছেন, সংগ্রাম করেছেন, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে। সেই দেশনেত্রীর জন্য ময়মনসিংহের বন্ধুরা মঞ্চে একটি চেয়ার খালি রেখেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি।’
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান ফজলু, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির আইনবিষয়ক সম্পাদক কাউসার কামাল, বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন ও শরীফুল আলম, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।