কিন্ডারগার্টেন স্কুলে বিয়ানীবাজার রোটারী ক্লাবের ফিল্টার মেশিন স্থাপন

26

রোটারী ক্লাব অব বিয়ানীবাজার এর উদ্যোগে, হোপ ফর দ্যা নিডি অর্গানাইজেশন ইউকে’র ট্রাষ্টি আব্দুর রহিমের অর্থায়নে স্থানীয় সুপাতলা লিটল বার্ডস্ কিন্ডারগার্টেন স্কুলে বিশুদ্ধ খাবার পানির ওয়াটার পিউরিফায়ার মেশিন প্রদান করা হয়েছে।
১২ মার্চ মঙ্গলবার দুপুর ১ টায় বিয়ানীবাজার পৌরসভা শহরের ৮নং ওয়ার্ডের সুপাতলা লিটল বার্ডস্ কিন্ডারগার্টেন স্কুলে এই মেশিন স্থাপনের মাধ্যমে উদ্বোধন করা হয়।
রোটারী ক্লাব অব বিয়ানীবাজার এর প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমানের সভাপতিত্বে প্রজেক্ট চেয়ারম্যান ও ক্লাব ট্রেজারার রোটারিয়ান আলাল উদ্দিনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ প্রজেক্টের উদ্বোধন করেন রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাহসিন মহসিন। এ সময় স্কুলের শিক্ষার্থীরা ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাহসিন মহসিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট কনফারেন্স চেয়ার রোটারিয়ান সামসুল হক দিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ অলক বৈদ্য, ডেপুটি গভর্ণর পিপি রোটারিয়ান সাব্বির আহমদ, আইপিপি রোটারিয়ান মো: নজরুল ইসলাম লিটন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ফয়জুল ইসলাম সুজেল, সেক্রেটারি রোটারিয়ান মো: আব্দুল মতিন, সার্জেন্ট এট আর্মস রাজ কুমার কর রাজন, রোটারিয়ান সুলতান আহমদ, রোটারেক্টর আয়শা, উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান রোটারিয়ান জামিল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক জাবেদ উদ্দিন, শিক্ষক শাহিন আহমদ, শিক্ষিকা পি, সি পলাশি, শিক্ষিকা লাকি চক্রবর্তী, শিক্ষিকা কলি দে, শিক্ষক দেলওয়ার হোসেন, শিক্ষিকা সাজেদা বেগম, শিক্ষিকা আফরোজ জাহান চম্পা৷ শিক্ষক অলক তালুকদার, শিক্ষিকা ফাহমিদা আক্তার রিমা, শিক্ষিকা রোমানা বেগম, অঞ্জনা মালাকার, ইমরান হোসেন ইমন, ফাহমিদা আক্তার রিমা ও সুমন আহমদ। বিজ্ঞপ্তি