গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালু করতে হবে – বাসদ

17
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবিতে বাসদ জেলা শাখার বিক্ষোভ মিছিল।

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারি, চা শ্রমিক ফেডারেশনের নিপা মোধি, ছাত্র ফ্রন্ট এর পাপ্পু চন্দ, এম.এ ওয়াদুদ, বদরুল আমিন, সঞ্জয় শর্মা প্রমুখ।
বক্তারা বলেন- দীর্ঘদিন থেকে যৌক্তিক কারণ ছাড়াই সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। লুটপাটের উদ্দেশ্যে সরকার মানুষের গ্যাস প্রাপ্তির ন্যায্যতা অস্বীকার করছে। বক্তারা অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবি জানান। বিজ্ঞপ্তি