নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

27

নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১জন। মোট কাস্টিং ভোটের ৮ ভাগের একভাগ ভোট পাননি জামানত হারানো প্রার্থীরা। মোট বৈধ কাস্টিং ভোট হচ্ছে ৮৩০২৬ ভোট। জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হাদী গাজীর স্ত্রী গাজী খালেদা সারোয়ার দোয়াত কলমে পেয়েছেন ৬হাজার ২শ ৬৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই (কাপ পিরিচ) প্রাপ্ত ভোট ২৬২৪ ভোট, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আবু সালেক (মিনার) প্রাপ্ত ভোট ৫৩৪, জাতীয় পার্টি মনোনীত হায়দর মিয়া (লাঙল) প্রাপ্ত ভোট ২৫৭। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামানত হারানো প্রার্থীরা হলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুরাদ আহমদ (লাঙল) প্রাপ্ত ভোট ৩০৮৮, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মোস্তাক ফুরকানী (মিনার) প্রাপ্ত ভোট ৩০৪৬। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামানত হারান, সাজেদা মজিদ(কলস) প্রাপ্ত ভোট ৫৬৩৮।