এসএসসি পরীক্ষার্থী নিলি চন্দ বাঁচতে চায়

62

আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী নিলি চন্দ (১৫) বাঁচতে MMMMচায়। সে জি বি এস (এইঝ) রোগে আক্রান্ত। নিলি চন্দ লাক্কাতুরা সরকারী স্টাফ কোয়ার্টারের নিপেন্দ্র কুমার চন্দ ও অনিতা চন্দের মেয়ে। বর্তমানে সে বাসায় শয্যাশায়ী। তার শরীর ও দুই হাত, দুই পা কমর পর্যন্ত সম্পূর্ণ অবশ। সে উঠে বসতে ও দাঁড়াতে পারে না প্রায় ২ মাস ধরে। বিজ্ঞ চিকিৎসকগণের মতে তাকে উন্নত চিকিৎসা করাতে হবে এবং এ চিকিৎসা করাতে হলে অনেক ব্যয়বহুল খরচ প্রয়োজন। এ পর্যন্ত চিকিৎসার পিছনে তার পরিবার ৫ লক্ষ টাকা খরচ করেছেন। তাকে দেশের বাহিরে ভারত নিয়ে গেলে হয়তো চিকিৎসায় সে পুনরায় উঠে দাঁড়াবে হাটবে খেলবে এবং সামনে ২০১৮ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তার অসহায় পিতা-মাতা এখন আর তার চিকিৎসার খরচ চালাতে পারছেন না। তাই সমাজের সকল শ্রেণীর মানুষ ও বিত্তবানদের নিকট মেয়ের সু-চিকিৎসার স্বার্থে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিতে আহবান জানাচ্ছেন তার পিতা-মাতা। সাহায্য ও সহযোগীতা প্রেরণের মাধ্যম- অনিতা চন্দ, হিসাব নং-০৮৬৯১১১১১৪২৯৪, উত্তরা ব্যাংক আম্বরখানা শাখা সিলেট। মোবাইল নং-০১৭০৩-৯৫৩১৭৭ (মাতা) ও ০১৭২১-৯৬২৫৭৭ (পিতা)। বিজ্ঞপ্তি