আধুনিক সিলেটের রূপকার, সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন- ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এ ধর্ম সম্পর্কে অল্প জানার কারণেই অনেকে ইসলামের অপব্যাখ্যা করেন। কুরআন হাদীসের জ্ঞান আমাদের মৌলিক জ্ঞান। এ জ্ঞান বিকিরণ করছে কওমি মাদরাসাগুলো। ইসলামের সঠিক চর্চায় শায়খুল ইসলাম জামেয়া (স্কুল এণ্ড মাদরাসা) দিনদিন এগিয়ে যাচ্ছে। দেশি বিদেশি ছাত্ররা এখানে জ্ঞান অর্জন করতে পারে। আমার নলেজে এই মাদরাসার কথা আছে।
তিনি শনিবার (৯মার্চ) বিকেলে নগরীর রায়নগর দর্জিপাড়াস্থ শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার বার্ষিক পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, খলীফায়ে মাদানী, আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী।
শায়খ মাওলানা সৈয়দ আব্দুন নূর এর সভাপতিপতিত্বে, জামেয়ার শিক্ষাসচিব হাফেজ মাওলানা আদনান আহমদ ও শিক্ষক হাফেজ মাওলানা শাহিদ হাতিমীর যৌথ পরিচালনায় সুচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ১৯ং ওয়ার্ড কাউন্সিলর শওকত আমিন তৌহিদ, দেশের খ্যাতিমান আলেম, শায়খুল হাদীস ড. মাওলানা মুশতাক আহমদ, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোজাম্মেল হুসেন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা, আমেরিকা প্রবাসী হাফিজ জাহিদ আহমদ, দর্জিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সফিউল্লাহ্, দপ্তরীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শহীদ, বায়তুল বারাত জামে মসজিদের ইমাম মাওলানা আবিদ হাসান, সোনারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি