কাব্য কবির
বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা কেনা,
দেশের জন্য প্রাণ দিলো হাজার মুক্তিসেনা।
দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করতে গেলো,
যুদ্ধ করে মুক্তিসেনা ফিরে আর না এলো।
শত্রুর গুলিতে ঝাঁঝড়া হলো ওদের সারা বুক,
আর পেলনা দেখতে ওরা মা- জননীর মুখ।
ওদের রক্তের ঘ্রাণ আজও বাতাসেতে ভাসে,
দেশের জন্য প্রাণ দিয়ে মরেও ওরা হাসে।
ওদের জন্য আকাশ কাঁদে, কাঁদে বাংলার মাটি,
শহীদদের রক্ত যেন সোনার থেকে ও খাঁটি।