স্টাফ রিপোর্টার :
মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সার চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়মিত চলাচল করছে। সড়কে আইন ফেরাতে একের পর এক যানবাহনে অভিযান পরিচালনা করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সিলেট ট্রাফিক পুলিশের ডিসি ফয়সাল মাহমুদের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দক্ষিণ সুরমা থানার লালাবাজারে অভিযানে নামে পুলিশ। অভিযান পরিচালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে বাস,ট্রাক,মাইক্রোবাস, লেগুনা, সিএনজি, মোটরসাইকেল সহ ক্রটিপূর্ণ যানবাহন ও অবৈধ চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা জানান, মহাসড়কে সিএনজি চলাচল নিষেধাজ্ঞা থাকা সত্বেও চলাচল করছে। এছাড়া মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি চলাচল করে দুর্ঘটনার শিকার হয়। তিনি আরো বলেন, সড়ক নিরাপত্তার জন্যে সরকার মহাসড়কে সিএনজি চলাচল করাকে নিষিদ্ধ করেছে। আমরা ডিসি স্যারের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি।