আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ¦ মইনুল ইসলামের এর সমর্থনে সচেতন দক্ষিণ সুরমাবাসীর উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়র্ডা আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং ১০টি ইউনিয়ন বিশিষ্ট মুরব্বীদের সাথে এক মতবিনিময় সভা গত ২ মার্চ শনিবার রাতে বদিকোণাস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী বশির মিয়ার সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল ও আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ মেম্বার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিফতাউল হোসেন সুইট, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ চুনু মিয়া, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বাশির আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা শাহ আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা খিজির আহমদ খান, পংকী মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আফতাব আলী, মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ, বিশিষ্ট মুরব্বী মানিক মিয়া, মাহমুদ আলী, হাজী দছির মিয়া দছু, আতিক মাষ্টার, সমাজসেবী আফরুজ মিয়া, আলহাজ¦ আবুল আহমদ, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন মাষ্টার, শামীম কবির, ইছাক আলী, জলিল আহমদ, এডভোকেট সালেহ আহমদ হিরা, শিক্ষক গোলাম মোস্তফা কামাল, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌছ মিয়া, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল চৌধুরী, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলী আহমদ, সহ সম্পাদক ফয়জুর রহমান, আওয়ামীলীগ নেতা হাজী জহির মিয়া, হাজী জয়নাল আহমদ, তোফায়েল আহমদ চৌধুরী, ইরন মিয়া, হাজী আতিকুর রহমান, নুরুজ্জামান, গেদা মিয়া, জুনাব আলী, সুরমান আলী, জলিল মিয়া, আহমদ আলী মেম্বার, আকবর আলী মেম্বার, মুজিবুর রহমান মেম্বার, মতিউর রহমান মতি, সিরাজ মিয়া, ছোয়াব আলী, কৃষকলীগ নেতা ফখরুল ইসলাম, লালাবাজার ইউপি মেম্বার সৈয়দ ফয়জুল হোসেন ফয়লা, মতিন মেম্বার, দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা সহ কমান্ডার মকবুল হোসেন, আব্দুল গফফার, লায়েক আহমদ, নূরু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা সমুন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ময়নুল ইসলাম যদিও আওয়ামীলীগ নেতা, উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নয়। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ নেতা যে প্রার্থী নির্বাচিত হয়েছেন, তিনি অযোগ্য, অদক্ষ, রাজনীতি প্রতিহিংসাপরায়ণ। বার বার উপজেলা পরিষদের বরাদ্দকৃত টাকা ফেরৎ যাওয়ার কারণে দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। মনোনয়নের আগে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা থেকে সর্বসম্মতিক্রমে আলহাজ¦ ময়নুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। জেলা আওয়ামীলীগ থেকে কেন্দ্রে প্রেরিত তালিকাতে ময়নুল ইসলামের নাম নাম্বারে ছিল। কেন্দ্রীয় মনোনয়ন বাছাই কমিটি রহস্যজনক কারণে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে একজন বিতর্কী আওয়ামীলীগ বিদ্বেষী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিন মনোনীয় সংসদ সদস্য পদপ্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধীকারীকে উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। তাই জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে সারাদেশের ন্যায় দক্ষিণ সুরমা উপজেলা যাতে উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ উন্নয়নের পথিক হিসেবে মইনুল ইসলামকে মনোনীত করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বক্তারা আসন্ন উপজেলা নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে মইনুল ইসলামকে বিজয়ী করার আহবান জানান। বিজ্ঞপ্তি