রাজস্ব ভবন নির্মাণে সিলেট মেট্রোপলিটন চেম্বার ও কর আইনজীবী সমিতির যৌথ সভা

31

সিলেটে রাজস্ব ভবন দ্রুত নির্মানের দাবীতে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ও কর আইনজীবী সমিতির যৌথ মতবিনিময় সভা রবিবার বিকেলে মেট্রোপলিটন সিলেট চেম্বারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সচিব মো: জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাছিন আহমদ। সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল সিলেটে রাজস্বভবন নির্মাণ ও ২০১৯খ্রিস্টাব্দের পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা সিলেটে রাজস্ব ভবন বাস্তববায়নের একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। রাজস্ব ভবন না থাকায় সিলেটের করদাতারা বিভিন্নধরণের দূর্ভোগের শিকার হচ্ছেন উল্লেখ করে তারা বলেন, স্বাধীনতার সাতচল্লিশ বছর পরও সিলেটের মতো রাজস্ব আদায়ের বৃহৎ এলাকায় রাজস্ব ভবন না হওয়া বাতির নিচে অন্ধকারের মতো।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কর আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর, সাবেক সভাপতি সুলেমান হোসেন, হাছনু চৌধুরী, সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট সুজিত কুমার বৈদ্য,এডভোকেট আজিজুর রহমান, মিন্টু চন্দ্র রায়,এসএমসিসিআই এর পরিচালক রাজীব ভৌমিক, মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি