অস্ট্রেলিয়াকে সহজে হারাল ভারত

45

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
টি-টোয়েন্টি সিরিজে হারের প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ এসে গেল ভারতের সামনে। শনিবার হায়দরাবাদের প্রথম ওয়ানডে ম্যাচেই ভারত ৬ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। মোহাম্মদ শামির নেতৃ্ত্েব ভারতীয় বোলারদের দৌরাত্ম্যে নির্ধারিত ৫০ ওভারের শেষে অস্ট্রেলিয়া তুলেছিল সাত উইকেটে ২৩৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।
এই জয়ের পেছনে অবদান রয়েছে মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদবের। দু’জনে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচটা জেতান। ধোনির ব্যাট থেকে আসে অপরাজিত ৫৯ রানের ইনিংস। কেদার যাদব অপরাজিত থেকে যান ৮১ রানে। ওপেন করতে নেমে রান পাননি শিখর ধাওয়ান (০)। রোহিত শর্মা (৩৭), বিরাট কোহলি (৪৪) ও রায়ডু (১৩) ফিরে যাওয়ার পরে ভারতের ইনিংসের হাল ধরেন ধোনি ও কেদার যাদব।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা এদিন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের পরীক্ষা নেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই দাপটের সঙ্গে বোলিং করতে দেখা যায় ভারতীয় বোলারদের।
১.৩ ওভারেই প্রথম উইকেট যায় অস্ট্রেলিয়ার। শুরুতেই অ্যারন ফিঞ্চকে (০) ফিরিয়ে দেন জশপ্রীত বুমরাহ। শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন উসমান খোওয়াজা ও মার্কাস স্টোয়নিস। কেদার যাদব ফেরান স্টোয়নিসকে (৩৭)। অস্ট্রেলিয়ার রান তখন ২ উইকেটে ৮৭।
স্কোর বোর্ডে আরও ১০ রান যোগ করার পরে খোয়াজাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান কুলদীপ যাদব। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, দেশের মাটিতে ভারতের রিস্ট স্পিনারদের সামলাতে বেগ পেতে হবে অজিদের। হায়দরাবাদেও তাই হল। হ্যান্ডসকম্বকে (১৯) ফেরান কুলদীপ। ঠিক ভাবে পার্টনারশিপ গড়তে না গড়তেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অজিরা।
ভদ্রস্থ রান গড়তে অসিরা নির্ভর করেছিল গ্লেন ম্যাক্সওয়েলের চওড়া ব্যাটের উপরে। কিন্তু মোহাম্মদ শামির বল বুঝতে না পেরে ম্যাড ম্যাক্স-এর (৪০) অফ স্টাম্প মাটিতে লুটোপুটি খায়। তার আগে অবশ্য টার্নারকে (২১) তুলে নেন শামি। শেষ পর্যন্ত ক্যারে ৩৬ রানে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে শামি, বুমরা ও কুলদীপ দুটি করে উইকেট নেন।